যুদ্ধ কোনও সমাধান নয় ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক,
লিগ্যালভয়েস টোয়েন্টিফোর : যুদ্ধ কোনও সমাধান নয়, ফের বললেন ইমরান খান

যুদ্ধ কোনও সমাধান নয়, ফের বললেন ইমরান খান

প্রতিরোধের সামর্থ্য তাদের রয়েছে, কিন্তু আঞ্চলিক স্বার্থে শান্তির কথা মাথায় রেখে সংযত রয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের পার্লামেন্টের যৌথ অধিবেশনে শুক্রবার তিনি বলেন, ‘যুদ্ধ কোনও সমাধান নয়। ‘

পুলওয়ামা-কাণ্ডের পর দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার জন্য ইমরান ভারতকে কাঠগড়ায় তুলেছেন। ইসলামাবাদ যে শান্তি আলোচনার দরজা সব সময় খুলে রেখেছে, তা বোঝাতে চেষ্টায় ত্রুটি রাখেননি পাকিস্তান প্রধানমন্ত্রী।

পরে পাকিস্তানের এক মন্ত্রীকে উদ্ধৃত করে সে দেশের জিও নিউজ জানিয়েছে, আজ মন্ত্রিসভার বৈঠকে ইমরান বলেছেন, পুলওয়ামার ঘটনায় তদন্তের প্রস্তাব ভারতকে তিনি দিয়েছিলেন। প্রস্তাব দিয়েছেন সন্ত্রাসসহ বিভিন্ন বিষয় নিয়ে দ্বিপাক্ষিক আলোচনারও।

সূত্রের খবর, গতকাল রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করার চেষ্টাও করেছিলেন ইমরান।

এর আগে গতকাল বৃহস্পতিবার পার্লামেন্টের বক্তব্যে ইমরান ঘোষণা করেছিলেন, পাকিস্তানের আটক থাকা ভারতীয় উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে আগামিকাল মুক্তি দেয়া হবে। এরপরই ভারতকে কার্যত তুলোধোনা করা শুরু করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

পুলওয়ামায় জঙ্গি হামলার প্রসঙ্গে বলেন, ‘সেই ঘটনার আধ ঘণ্টার মধ্যেই আমাদের দোষারোপ করা শুরু হলো। ওদের বলেছিলাম, প্রমাণ দিন। ’ তার অভিযোগ, ভারত জাতিসংঘের সনদ লঙ্ঘন করেছে। পুলওয়ামার-কাণ্ডের প্রতিবেদন চেয়েছিল পাকিস্তান।
ভারত দিয়েছে বালাকোটে হামলার দু’দিন পরে।

তিনি বলেন, ভারতের কোনও ক্ষতি করা আমাদের উদ্দেশ্য ছিল না। আমরাও যে ওই দেশে ঢুকতে পারি, সেটা দেখাতে চেয়েছিলাম। দায়িত্বশীল ভাবেই আমরা সে কাজ করতে পেরেছি।
কার্যত হুঁশিয়ারির সুরেই পাকিস্তান প্রধানমন্ত্রী নয়াদিল্লিকে মনে করিয়ে দিয়েছেন, ভারত ‘আগ্রাসী’ মনোভাব দেখালে পাকিস্তানও প্রতিরোধ করতে বাধ্য হবে।

তিনি বলেন, অনেক দেশ ভুল সিদ্ধান্ত নিয়ে ধ্বংস হয়েছে। যুদ্ধ কোনও সমাধান নয়। ভারত কোনও পদক্ষেপ করলে, আমাদেরও প্রতিরোধ করতে হবে। উত্তেজনা প্রশমনের যে চেষ্টা করছি, তাকে দুর্বলতা ভাববেন না। ‘

তিনি মনে করিয়ে দিয়েছেন, যে কোনও পরিস্থিতির যোগ্য জবাব দিতে পাকিস্তান সেনাবাহিনী সক্ষম। ভারতের সংবাদ মাধ্যমকেও একহাত নিয়ে ইমরান বলেন, ভারতের মিডিয়া যুদ্ধের উন্মাদনা তৈরি করেছিল। কিন্তু আমাদের সংবাদ মাধ্যম দায়িত্বশীল ভূমিকা পালন করেছে।

ইমরানের অভিযোগ, কোনও কাজে ভারতের সহযোগিতা পাওয়া যায় না। তার কথায়, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হয়। আমরা করতারপুর করিডরের ব্যাপারে উদ্যোগী হওয়া সত্ত্বেও ভারতের কাছ থেকে কোনও উত্তর পেলাম না

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *