একটা ছবি ফ্লপ হলেই কি খান যুগ শেষ হয়ে যায়?
২০১৮ সাল ছিল খানদের জন্য—আমির খান, সালমান খান আর শাহরুখ খান—চরম হতাশার বছর। তাদের ছবি বক্স অফিসে একদমই সাড়া ফেলতে পারেনি, দর্শকরা ভীষণভাবে হতাশ হয়েছেন। সালমানের রেইস ৩, আমিরের থাগস অব হিন্দুস্তান এবং শাহরুখের জিরো ছিল ২০১৮ সালের সবচেয়ে কাঙ্ক্ষিত ছবি। এ তিন খানের বিপরীতে বলিউডের উদীয়মান সুপারস্টার রাজকুমার রাও, আয়ুষ্মান খুরানা এবং বিকি কৌশলের বক্স অফিস সফলতা ছিল চোখে পড়ার মতো।
ডিএনএর সঙ্গে এক আলাপচারিতায় কুশলী অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি যে এই তিন খানের সঙ্গেই কাজ করেছেন, তাকে খান যুগের অবসান হচ্ছে কি? এ প্রশ্ন করা হলে তিনি বেশ জোরের সঙ্গে বলেন, ‘এক পিকচার ফ্লপ হো গায়া তোহ থোডি না খান কা জামানা চালা গায়া… আইসা নাহি হতা (একটা ছবি ফ্লপ হয়েছে বলেই কি খান যুগ শেষ হয়ে যায়? এভাবে হয় না)।’
নওয়াজকে আরো একটু ঘুরিয়ে বলিউড ছবির পরিবর্তন হচ্ছে স্মরণ করিয়ে দেয়া হয়; জবাবে এ অভিনেতা বলেন, ‘পরিবর্তন এসেছে আরো অনেক আগেই… চলচ্চিত্রকার যেমন শেখর কাপুর, অনুরাগ কাশ্যপ, রাম গোপাল ভার্মাকে এ পরিবর্তনের ক্রেডিট দিতে হবে। ইদানীং কোনো কোনো অভিনেতা বলছেন, তারা এ পরিবর্তন এনেছেন, এটা মোটেও সত্যি নয়… সিনেমার যা কিছু বাঁক বদল, তা ঘটেছে ওই চলচ্চিত্রকারদের কারণে, যাদের নাম বললাম।’
নওয়াজ এ মুহূর্তে নিজের মুক্তির মিছিলে থাকা ফটোগ্রাফ ছবির প্রচারণায় ব্যস্ত। লাঞ্চবক্স ছবি করে বিখ্যাত হওয়া চলচ্চিত্রকার রিতেশ বাতরা ফটোগ্রাফ ছবির পরিচালক। নওয়াজের বিপরীতে আছেন সানিয়া মালহোত্রা; ১৫ তারিখে এ ছবি মুক্তি পাওয়ার কথা। ফটোগ্রাফের প্রিমিয়ার হয়েছে সানড্যান্স চলচ্চিত্র উৎসব আর ৬৯তম বার্লিন ফিল্ম ফেস্টিভালে।