শতকোটি ডাউনলোড ছাড়ালো টিকটক

টিকটক সোস্যাল ভিডিও অ্যাপের ডাউনলোড শতকোটি ছাড়িয়েছে। অ্যান্ড্রয়েড ও আইওএস দুই প্লাটফর্মে ডাউনলোডের এ মাইলফলক অতিক্রম করেছে চীনের বাইটডান্স নামের প্রতিষ্ঠানের তৈরি এ অ্যাপ। খবর গিজমো চায়না।

টিকটকের মাধ্যমে গান, সিনেমার সংলাপসহ বিভিন্ন মজাদার অডিওর সঙ্গে ঠোঁট মিলিয়ে ছোট ভিডিও তৈরি করে আপলোড করা যায়। চালুর খুব অল্প সময়ে তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে টিকটক অ্যাপ। তবে এর বিরুদ্ধে নানা রকম অপ্রাসঙ্গিক ভিডিও বানিয়ে ছড়ানোর অভিযোগ রয়েছে। ভারতে এরই মধ্যে অ্যাপটি বন্ধের দাবি উঠেছে।

সম্প্রতি শিশুদের ব্যক্তিগত তথ্য অবৈধভাবে সংগ্রহের একটি অভিযোগ নিষ্পত্তির জন্য মার্কিন কর্তৃপক্ষকে ৫৭ লাখ ডলার জরিমানা দিতে হয়েছে টিকটক কর্তৃপক্ষকে। শিশুদের ব্যক্তিগত তথ্য-সংক্রান্ত বিষয়ে এর আগে আর কোনো প্রতিষ্ঠানকে এত বড় অংকের জরিমানা গুনতে হয়নি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *