ডাকসু নির্বাচনে আচরণবিধি মেনে চলার আহ্বান উপাচার্যের

ভূঁইয়া আসাদুজ্জামান ,

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্র সংগঠনগুলোর শান্তিপূর্ণ সহাবস্থান ও পারষ্পরিক শ্রদ্ধা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। একইসঙ্গে এই নির্বাচনের জন্য কার্যকর আচরণবিধিও মেনে চলার আহ্বান জানান তিনি।

গতকাল রবিবার নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের প্রকাশের পর আজ সোমবার এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান ড. আখতারুজ্জামান। তিনি বলেন, নির্বাচনে ইতোপূর্বে চূড়ান্ত আচরণবিধি কার্যকর রয়েছে। এই আচরণবিধি যথাযথভাবে পালন করা সবার নৈতিক দায়িত্ব।

ঢাবি উপাচার্য বলেন, ইতোমধ্যে সকল প্রার্থী ও সংগঠন যে পারস্পরিক আস্থা ও সহাবস্থান বজায় রেখেছে তা প্রশংসাযোগ্য। এই শান্তিপূর্ণ সহাবস্থান ও পারষ্পরিক আস্থা যেন সবসময় থাকে এই আহ্বান জানাই।

ডাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকায় কেন্দ্রীয় ছাত্র সংসদের ২৫ পদের বিপরীতে ২২৯ জন প্রার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ২১ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৪ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৩ জন, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে ১১ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৯ জন, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ৯ জন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ১১ জন, সাহিত্য সম্পাদক পদে ৮ জন, সাংস্কৃতিক সম্পাদক পদে ১২ জন, ক্রীড়া সম্পাদক পদে ১১ জন, ছাত্র পরিবহন সম্পাদক পদে ১০ জন, সমাজসেবা সম্পাদক পদে ১৪ জন এবং ১৩ জন সদস্য পদের বিপরীতে ৮৬ জন প্রার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *