যেকোনো খেলোয়াড়ই রিয়ালের হয়ে খেলতে চাইবে: নেইমার

প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ক্লাবের ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার বললেন, যেকোনো খেলোয়াড়ই রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে চাইবেন। তবে পাছে বিতর্ক সৃষ্টি হয়- এ শঙ্কায় তিনি জানালেন, এ মুহূর্তে পিএসজিতে সুখেই আছেন।

২০১৭ সালের গ্রীষ্মকালীন দলবদলে নেইমারকে ২২২ মিলিয়ন ইউরোয় (১৯৮ মিলিয়ন পাউন্ড) বার্সেলোনার কাছ থেকে কিনে নেয় পিএসজি। এটা ফুটবলের সর্বোচ্চ ফির রেকর্ড। তবে প্যারিসে নাম লেখানোর কিছুদিন পর থেকেই তাকে নিয়ে গুজব উঠতে থাকে। বলা হয়, প্যারিসে মোটেও সুখে নেই এ কৃতী ফরোয়ার্ড এবং তিনি সাবেক ক্লাব বার্সেলোনায় ফিরে যেতে চান। কখনো এমনও বলা হয়েছে, নেইমারের বাবা বেশ কয়েকবার বার্সেলোনার প্রেসিডেন্ট মারিয়া হোসেপ বার্তোমেউর সঙ্গে এ নিয়ে কথা বলেছেন। তবে বার্তোমেউ জানিয়ে দিয়েছেন, ন্যু ক্যাম্পে নেইমারের ফেরার সম্ভাবনা নেই। এরপর বার্সাকে নিয়ে গুজব থামে।

তাই বলে কি নেইমারকে নিয়ে গুজব থেমে যাবে? রিয়াল মাদ্রিদ আছে না! ২০১৩ সালে স্যান্টোস থেকে বার্সেলোনায় নাম লেখানোর আগে থেকেই নেইমারের পেছনে লেগে ছিল রিয়াল। তারাই সবার আগে খেলোয়াড়টিকে বার্নাব্যুতে উড়িয়ে আনার চেষ্টা করেছে। যদিও পরিবারের পরামর্শে নেইমার যোগ দেন স্পেনেরই আরেক ক্লাব বার্সেলোনায়। এতে ভীষণ হতাশ হন রিয়াল মাদ্রিদের উচ্চাভিলাষী প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। লিওনেল মেসির সঙ্গে জুটি গড়ে বার্সাকে বেশকিছু সাফল্য এনে দিয়েছেন। তবে মেসির ছায়া থেকে বেরিয়ে একক পরিচয় তৈরির নেশায় পিএসজিতে নাম লেখান নেইমার। কিংবা বেশি আয়ের আশায়ও।

পিএসজিতে প্রথম মৌসুমটি দুর্দান্ত কাটান নেইমার। তবে এখন পর্যন্ত দুবার পড়েছেন পায়ের পাতার গুরুতর ইনজুরিতে। এরই মধ্যে উঠছে তার দলবদলের গুঞ্জনও। কখনো বার্সেলোনা কখনোবা রিয়াল মাদ্রিদকে জড়িয়ে এ গুঞ্জন চলতেই থাকে। সর্বশেষ এক মন্তব্যে তিনি জানিয়ে দিলেন, রিয়ালের প্রতি আকর্ষণ ঠিকই আছে। ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকা নেইমার এখন রয়েছেন নিজ দেশ ব্রাজিলে। সেখানে সংবাদমাধ্যম গ্লোবো টিভিকে যা বলেছেন তার মানে দাঁড়ায়, ভবিষ্যতে কখনো সাবেক প্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়ালে যোগ দিতেও পারেন। তার কথায়, ‘আমি কি রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে চাই? তারা তো বিশ্বের অন্যতম বৃহত্তম ক্লাব। যেসব খেলোয়াড়ের রিয়ালে নাম লেখানো নিয়ে গুজব রয়েছে, আসলে তারা সবাই কিন্তু ক্লাবটির প্রতি আকৃষ্ট হবেনই। তবে ঈশ্বরের প্রতি ভালোবাসা রেখেই বলছি, আমি কিন্তু মাদ্রিদে খেলার কথা বলছি না, শান্ত থাকুন। আমি প্যারিসে সুখে আছি। কিন্তু ভবিষ্যতের কথা আসলে কেউই বলতে পারে না। এটা ঠিক, রিয়াল মাদ্রিদ বিখ্যাত এক ক্লাব, বিশ্বের অন্যতম সেরাও। এ দলটির প্রতি আমার রয়েছে অনেক সম্মান। কিন্তু এ মুহূর্তে আমি নিজেকে প্যারিসেই দেখতে পাচ্ছি।’

পিএসজিতে সুখে থাকলেও নেইমার স্বীকার করলেন, যেকোনো কিছুই সম্ভব। তিনি আরো বলেন, ‘একজন ফুটবলারের জীবন খুবই দ্রুতগতিতে ছোটে। অপ্রত্যাশিত মুহূর্তে অনেক কিছু ঘটে যায়, আগামীকাল কী ঘটবে, তা কেউই জানেন না। আজ আমি পিএসজিকে সুখী এবং আমার ভাবনাজুড়ে পিএসজিই। এখন কোনো ক্লাবের প্রতি আকৃষ্টও নই এবং প্যারিস ছাড়তে চাই না। কিন্তু এখন থেকে আগামী তিন মাসের মধ্যে কী ঘটবে, তা কেউই জানেন না।’

কিছুদিন আগে গুজব ছিল, ম্যানচেস্টার ইউনাইটেডও চেষ্টা করছে নেইমারকে কিনতে। দ্য সানের সেই রিপোর্টে বলা হয়েছিল, নেইমারকে ১৬২ মিলিয়ন পাউন্ডে কেনার প্রস্তুতি নিচ্ছে ইংলিশ জায়ান্টরা। তবে ওল্ড ট্র্যাফোর্ডে নয়, পিএসজি ছাড়লে ২৭ বছর বয়সী ফরোয়ার্ড নেইমার যোগ দিতে পারেন বার্নাব্যুতেই। মার্কা

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *