মেসেঞ্জারে ‘ডার্ক মোড’ ফিচার
ফেসবুক মেসেঞ্জারের ডার্ক মোড ফিচার গ্রাহকের হাতে পৌঁছেছে। ফিচারটি নিয়ে এখনো কাজ চলছে। তবে অ্যান্ড্রয়েড ও আইওএস প্লাটফর্মের গ্রাহকরা ফিচারটি ম্যানুয়ালি সক্রিয় করতে পারবেন। খবর জিএসএম এরিনা।
গত বছর অক্টোবরে মেসেঞ্জারে ‘ডার্ক মোড’ নামে নতুন ফিচার আনার ঘোষণা দিয়েছিল ফেসবুক কর্তৃপক্ষ। গত জানুয়ারিতে ফিচারটি পরীক্ষামূলক ব্যবহার শুরু করা হয়।
ফেসবুক মেসেঞ্জারের ডার্ক মোড ফিচার এখন থেকে বিশ্বের সব দেশে এবং সব অপারেটিং সিস্টেম প্লাটফর্মে কাজ করবে কিনা, তা নিশ্চিত করে বলা হয়নি। তবে পর্তুগাল, চেক প্রজাতন্ত্র, সৌদি আরব ও ইন্দোনেশিয়ার ফেসবুক ব্যবহারকারীরা এখন থেকে ফিচারটি ব্যবহারের সুবিধা পাচ্ছেন।