ঢাবি’র শিক্ষার্থীদের ফেলোশিপ দিতে দিল্লি আইআইটি’র আগ্রহ প্রকাশ
ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, দিল্লি (আইআইটি, দিল্লি) উচ্চশিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ফেলোশিপ প্রদানে আগ্রহ প্রকাশ করেছে। বুধবার ঢাবির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে ভারতের আইআইটি দিল্লি’র একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে এ আগ্রহ প্রকাশ করে।
অধ্যাপক ড. এ রামানানের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দলের অন্যরা হলেন, অধ্যাপক নবীন গার্গ, সৌরিব্রত চ্যাটার্জি এবং সোমনাথ বৈদ্য রায়।
এ সময় ঢাবির জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা ঢাবি এবং আইআইটি দিল্লি’র মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। এছাড়া, উভয় শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক বিনিময় নিয়ে বৈঠকে আলোচনা করা হয়। এসব বিষয়ে শিগগিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে তারা একমত হন।