বাংলাদেশ ও নিউজিল্যান্ডের সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামীকাল
স্পপন ওঝা,
ঢাকা, লিগ্যাল ডেস্ক : বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল। শুক্রবার ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর চারটায়। সিরিজে বাংলাদেশ এখন ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে। প্রথম ম্যাচে ইনিংস ও ৫২ রানে হারে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
ইনজুরির কারণে প্রথম ম্যাচে খেলতে পারেননি মুশফিকুর রহিম। দ্বিতীয় ম্যাচেও তার খেলার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। তামিমের কুঁচকিতে ব্যথা রয়েছে। কিন্তু সেটি গুরুতর নয়। সুতরাং, সবকিছু ঠিক থাকলে তামিম একাদশে থাকবেন।
প্রথম ম্যাচে না খেললেও দ্বিতীয় ম্যাচে একাদশে থাকবেন পেসার মোস্তাফিজুর রহমান। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন মেহেদী হাসান মিরাজ। তাছাড়া একাদশে আর পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল, সাদমান ইসলাম, মুমিনুল হক, লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ মিথুন, মোস্তাফিজুর রহমান, সৈয়দ খালেদ আহমেদ, আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন।
নিউজিল্যান্ড একাদশ (সম্ভাব্য): জিত রাভাল, টম লাথাম, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং (উইকেটরক্ষক), কলিন ডি গ্র্যান্ডহোম, টড অ্যাস্টল, টিম সাউদি, নেইল ওয়াগনার, ট্রেন্ট বোল্ট।