বক্তব্য প্রত্যাহারে মেননকে হেফাজতের আল্টিমেটাম
স্টাফ রিপোর্টার
ঢাকা, লিগ্যাল ডেস্ক : সম্প্রতি জাতীয় সংসদে দেয়া এক বক্তব্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন মাদ্রাসা শিক্ষা এবং আল্লামা শফীর ব্যাপারে কটূক্তি করেছেন এমন অভিযোগ এনে বিক্ষোভ করেছে আলোচিত সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনের মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরী সেই বক্তব্য প্রত্যাহারে মেননকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন। না হলে হেফাজত তার বিরুদ্ধে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে বলে হুঁশিয়ারি দেন বাবুনগরী।
শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম উত্তর গেইটে এই সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে হেফাজতে ইসলাম।
বাবুনগরী বলেন, ‘এ দেশে কওমি মাদ্রাসা সাধারণ মুসলমানদের মধ্যে দীনের বিশাল অবদান রেখে যাচ্ছে। দেশকে সঠিক পথে পরিচালিত করতে এবং অন্যায়মুক্ত দেশ গড়তে অবদান রাখছেন আলেমরা। তাদের নিয়ে দৃষ্টতা দেখানোর সাহস মেননরা কীভাবে পান। আমরা আগামী ২৪ ঘন্টার মধ্যে তার বক্তব্য ফিরিয়ে নেয়ার অনুরোধ করছি। না হলে এ দেশের তাওহিদি জনতা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।’
হেফাজত মহাসচিব বলেন, ‘মেননের মতো আরও যারা নাস্তিক আছে, শাহরিয়ার কবিরসহ কাউকে ছাড়া হবে না। মেননকে সংসদ থেকে বের করা না হলে উলামায়ে কেরাম ও ইসলামী জনতা কঠোর অবস্থানে যাবে।’
কাদিয়ানিদের পক্ষে কথা বলায় মেনন ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন দাবি করে বাবুনগরী বলেন, ‘রাশেদ খান মেনন মারা গেলে তার জানাজা ও মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না। মেনন-ইনুদেরকে এদেশের মাটি গ্রহণ করবে না।’
মাওলানা নূর হোসাইন কাসেমীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী, মধুপুরের পীর মাওলানা আবদুল হামিদ, মাওলানা নুরুল ইসলাম জেহাদী, আহমদ আবদুল কাদের, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আবদুল রব ইউসুফী, মাওলানা আবুল হাসানাত আমিনী, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী প্রমুখ।