পিস্তল ও গুলি’ ধরা পড়া বিষয়ে ইলিয়াস কাঞ্চনের অভিযোগ সত্য নয় : মন্ত্রণালয়
তারেক মাহমুদ
ঢাকা, লিগ্যাল ডেস্ক : হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের স্ক্যানারে ‘পিস্তল ও গুলি’ ধরা পড়া সম্পর্কে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের অভিযোগ প্রত্যাখান করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগ প্রসঙ্গে বলা হয়, ‘ইলিয়াস কাঞ্চন নিজের ভাবমূর্তি রক্ষার্থে তার ব্যাগে থাকা লাইসেন্স করা পিস্তল ও গুলি সম্পর্কে বিভিন্ন সংবাদ মাধ্যমে অন্যায়ভাবে একের পর এক অসত্য কথা বলছেন।
এতে বলা হয়,‘ প্রকৃতপক্ষে গত ৫ মার্চ হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের এন্টি হাইজাকিং পয়েন্টে বিমান যাত্রীদের মালামাল স্ক্যানিং করার সময় ইলিয়াস কাঞ্চনের ব্যাগে রাখা পিস্তল ও গুলি স্ক্যানিং মেশিনে সনাক্ত হয়।
বিমানবন্দরের কর্মকর্তরা এ বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি (ইলিয়াস কাঞ্চন) ভুল স্বীকার করেন।
ওই সময় নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা ইলিয়াস কাঞ্চনকে বিমানবন্দরের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পিস্তলটি বহন করার অনুরোধ জানালে তিনি সেখান থেকে ফেরত যান।
পরবর্তীতে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন যথাযথ প্রত্রিয়া মেনেই বিমানে চট্টগ্রাম যান বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।