মৌলবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদ নারীর এগিয়ে চলার পথে প্রধান অন্তরায় : শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার,

ঢাকা, লিগ্যাল ডেস্ক : শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেছেন, মৌলবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদ নারীর এগিয়ে চলার পথে প্রধান অন্তরায়।

তিনি বলেন,যে রাজনীতি মৌলবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদকে আশ্রয়-প্রশ্রয় দেয় তা রাজনীতি নয়, অপরাজনীতি।

ডা. দীপুমনি আজ বিকেলে রাজধানীতে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে বাংলাদেশ ব্যংকের উদ্যোগে আয়োজিত ‘এস এম ই নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী’ শীর্ষক এক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

নারীর মনের দেয়ালও নারীর এগিয়ে যাওয়ার পথে আরেকটি বাধা- এ কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘বেড়ে উঠার পথে একজন নারীকে অনেক বাধা-নিষেধ অতিক্রম করতে হয়। এসব বাধা নারীর মনে এক ধরনের দেয়াল তৈরি করে। নারীকে প্রথমে এ দেয়াল ভাঙ্গতে হবে।

ডা. দীপু মনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নারী জাগরণের যে অধ্যায় সূচিত হয়েছে তা আমাদের ধরে রাখতে হবে। বাংলাদেশের অর্থনীতির যে অগ্রযাত্রা সূচিত হয়েছে তাতেও নারীর অবদান রয়েছে। নারীরা আজ উদ্যোক্তা হচ্ছে। চাকরি দিচ্ছে।’
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আব্দুর রহিমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির ও ব্যাংকার্স এসোসিয়েশন চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *