সংসদ প্রতিনিধি,

ঢাকা, লিগ্যাল ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, গণমাধ্যম একটি প্রসারমান সেক্টর এবং এতে নারীদের সম্পৃক্ততা বাড়ানোর ক্ষেত্রে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) একটি শক্তিশালী প্লাটফর্ম।

গণমাধ্যমে নারীদের অংশগ্রহণে প্রতিবন্ধকতাগুলো দূর করতে ডিআরইউর সদস্যদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে সকল ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ আজ দৃশ্যমান। আর তিনিই নারী উন্নয়নকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন।

এসময় তিনি বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে সাহসিকতার সাথে বাংলাদেশের নারীরা এগিয়ে যাচ্ছেন বলে উল্লেখ করেন।

শিরীন শারমিন চৌধুরী আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে ‘আন্তর্জাতিক নারী দিবস-২০১৯’ উপলক্ষে গণমাধ্যমে নারী-পুরুষ সমতা : বাস্ততা ও করণীয় শীর্ষক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন।
ডিআরইউর সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিআরইউর সাধারণ সম্পাদক কবির আহমেদ খান।

অনুষ্ঠানের মুল প্রবন্ধ উপস্থাপন করেন ডিআরইউর সাবেক নারী বিষয়ক সম্পাদক ও নাগরিক টিভির চীফ রিপোর্টার শাহানাজ শারমীন।

শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন সাবেক নারী বিষয়ক সম্পাদক আইরিন নিয়াজী মান্না, শাহানাজ শারমীন এবং ঝর্ণা মনি।

পরে কন্ঠস্বর গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ।
স্পিকার পরে জাতীয় প্রেসক্লাব আয়োজিত বিশ্ব নারী দিবেসের অনুষ্ঠানে যোগ দেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *