ডাকসু নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয় এলাকায় জনসাধারণের চলাচলে নিয়ন্ত্রণ থাকবে: ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার,

ঢাকা লিগ্যাল ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয় এলাকায় জনসাধারণের চলাচলে নিয়ন্ত্রণ থাকবে। শনিবার বেলা ১১টায় ডাকসু নির্বাচনের নিরাপত্তা নিয়ে ব্রিফ করে এ কথা জানান ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

ডিএমপি কমিশনার বলেন, ডাকসু নির্বাচন উপলক্ষে রবিবার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশ্বদ্যিালয় এলাকায় জনসাধারণের চলাচলে নিয়ন্ত্রণ থাকবে। বিশ্ববিদ্যালয় পাস ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না।

তিনি আরও বলেন, প্রত্যেক কেন্দ্রে সিসি টিভির আওতায় থাকবে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ডিএমপি কমিশনা বলেন, রাজধানীর সাতস্পটে তল্লাশি করবে পুলিশ। স্পটগুলো হলো- শাহবাগ, নীলক্ষেত, পলাশী, জগন্নাথ হল ক্রসিং, রুমানা ভবন ক্রসিং, দোয়েল চত্বর ও শহীদুল্লাহ হল ক্রসিং।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ তল্লাশির বাইরে থাকবে উল্লেখ করে তিনি জানান, মেডিকেলগামী লোকজনদের বকশিবাজার, চাঁনখারপুল হয়ে আসার অনুরোধ করা হচ্ছে।

উল্লেখ্য আগামী ১১ মার্চ সোমবার ডাকসুর নির্বাচন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *