তিউনিসিয়ায় ১১শিশুর মৃত্যুতে স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক,
তিউনিশিয়ার রাজধানী তিউনিসে একটি সরকারি হাসপাতালে সদ্যজাত ১১ শিশুর মৃত্যুর ঘটনায় দেশটির স্বাস্থ্যমন্ত্রী আবদের রফ ছেরিফ পদত্যাগ করেছেন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ থেকে ৮ মার্চের মধ্যে মৃত্যু হওয়া এসব শিশুর সবাইকে সেপটিক শক দেয়া হয়েছে। এ কারণেই তাদের মৃত্যু হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। সরকারি ওই হাসপাতালে সদ্যজাতদের মৃত্যুর ঘটনায় ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ইউসেফ ছাহেদ।
মাত্র চারমাস আগে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছিলেন আবদের রফ ছেরিফ। দায়িত্ব গ্রহণের কয়েক মাসের মাথায় তাকে পদত্যাগ করতে হলো।