আজ একযোগে ৭৮ উপজেলায় ভোট গ্রহণ

জুনিয়া ইসলাম,

ঢাকা লিগ্যাল ডেস্ক : আজ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন। রাত পোহালেই প্রথম ধাপে ৭৮টি উপজেলায় অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। এসব উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট নেওয়া হবে। সকাল আটটা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকাল চারটা পর্যন্ত।

সংসদ নির্বাচনে ফল বিপর্যয়ের পর সংসদের বাইরে থাকা দেশের প্রধান বিরোধী দল বিএনপি উপজেলা নির্বাচন বর্জন করেছে। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা বিভিন্ন স্থানে স্বতন্ত্র হিসেবে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। এছাড়া বিএনপি নেতারাও বিভিন্ন স্থানে প্রার্থী হয়েছেন। এতে উপজেলা নির্বাচন একদম প্রতিদ্বন্দ্বিতাহীন থাকছে না। যদিও বেশ কিছু উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিমধ্যে নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন দলের প্রার্থীরা।

শনিবার বিকালে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ৭৮ উপজেলায় ভোটের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন। তিনি জানিয়েছেন, কোথাও কোনো গোলযোগ হলে ভোট স্থগিত করার নির্দেশনা দেয়া হয়েছে সংশ্লিষ্টরা। এছাড়া সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য সব প্রস্তুতিই তারা নিয়েছেন। এবারের উপজেলা নির্বাচনে বিপুল ভোটার উপস্থিতি হবে বলে আশা করছে কমিশন।

নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীও মোতায়েন করা হয়েছে। উপজেলা নির্বাচন অবাধ সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেয়া হয়েছে নির্বাচন কমিশন থেকে।

ভোট উপলক্ষে শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া সবধরনের প্রচারকাজও বন্ধের নিষেধাজ্ঞা দিয়েছে সংস্থাটি। শনিবার রাত ১২টা থেকে রবিবার রাত ১২টা পর্যন্ত একদিনের জন্য ভোটের এলাকায় সবধরনের যান চলাচল বন্ধ থাকবে। জরুরি যান চলাচল করবে কেবল অনুমতি সাপেক্ষে। তবে সাংবাদিক, পর্যবেক্ষক, প্রার্থী, প্রার্থীদের এজেন্ট, নির্বাচন কর্মকর্তার গাড়ি নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

গত ৩ ফেব্রুয়ারি পঞ্চম উপজেলা পরিষদের প্রথম দফায় ৮৭ উপজেলায় নির্বাচন করতে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

জামালপুরের মেলান্দহ ও মাদারগঞ্জ এবং নাটোরের সদর উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সবাই নির্বাচিত হওয়ায় এই তিনটি উপজেলায় কোনো পদেই রবিবার ভোট হবে না।

এছাড়া উচ্চ আদালতের আদেশ ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত না হওয়ায় আরও ছয় উপজেলায় নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। এই উপজেলাগুলো হলো- কুড়িগ্রামের ফুলবাড়ী, লালমনিরহাটের আদিতমারী, নেত্রকোণার পূর্বধলা, সুনামগঞ্জের জামালগঞ্জ, সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং রাজশাহীর পবা।

প্রথম ধাপে ভোট হচ্ছে যেসব উপজেলায়

রংপুর বিভাগের পঞ্চগড় উপজেলার পঞ্চগড় সদর, আটোয়ারী, বোদা, দেবীগঞ্জ ও তেঁতুলিয়া; কুড়িগ্রামের ভূরুঙ্গামারী, উলিপুর, নাগেশ্বরী, রাজারহাট, রাজিবপুর, কুড়িগ্রাম সদর, চিলমারী ও রৌমারী; নীলফামারীর ডোমার, ডিমলা, নীলফামারী সদর, জলঢাকা, সৈয়দপুর ও কিশোরগঞ্জ এবং লালমনিরহাটের পাটগ্রাম, হাতীবান্ধা, লালমনিরহাট সদর ও কালীগঞ্জ উপজেলা।

ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার সদর উপজেলা, সরিষাবাড়ী, ইসলামপুর, বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ এবং নেত্রকোনার বারহাট্টা, দুর্গাপুর, খালিয়াজুরী, মোহনগঞ্জ, কেন্দুয়া, কলমাকান্দা, মদন ও নেত্রকোনা সদর উপজেলা।

সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতক, দোয়ারাবাজার, দক্ষিণ সুনামগঞ্জ, সুনামগঞ্জ সদর, দিরাই, শাল্লা, ধর্মপাশা, বিশ্বম্ভরপুর ও তাহিরপুর এবং হবিগঞ্জ জেলার বাহুবল, মাধবপুর, চুনারুঘাট, লাখাই, হবিগঞ্জ সদর, নবীগঞ্জ, আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলা।

রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার সদর উপজেলা, বেলকুচি, চৌহালী, কাজীপুর, রায়গঞ্জ, শাহজাদপুর, তাড়াশ ও জয়পুরহাটের সদর, পাঁচবিবি, আক্কেলপুর, কালাই ও ক্ষেতলাল; নাটোরের বেতাগিপাড়া, গুরুদাসপুর, বড়াইগ্রাম, লালপুর ও সিংড়া; রাজশাহীর তানোর, গোদাগাড়ী, মোহনপুর, বাগমারা, পুঠিয়া, দুর্গাপুর, চারঘাট ও বাঘা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *