দেশব্যাপী লক্ষাধিক পরিবারে ত্রাণ বিতরণ শুরু

স্টাফ রিপোর্টার,

সারাদেশে এক লাখ ৩০ হাজার গরীব ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচি শুরু হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।

তিনি আজ শনিবার সাভারের বক্তারপুর এলাকায় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী বেদে সম্প্রদায়ের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

বেদে পল্লীর প্রায় ১৫শ’ পরিবারের মাঝে এ সময় ত্রাণ বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার মত দেশ দরদী ও মানবতাবাদী নেত্রী বিশ্বে তেমন দেখা যায় না এ কথা উল্লেখ করে এনামুর রহমান বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের ভাগ্য উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রতি ছয় মাস অন্তর ১২ হাজার গৃহহীনদের বাড়ি-ঘর নির্মাণ করে দেবে সরকার।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাঈদুর রহমান, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল হাসান, সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্ল্যা এসময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *