বিমানের টয়লেট থেকে ১২কেজি স্বর্ণ উদ্ধার

স্বপন ওঝা,

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের টয়লেট থেকে প্রায় ১২ কেজি স্বর্ণ উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা। সোমবার নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

উদ্ধারকৃত স্বর্ণ ঢাকা কাস্টম হাউসের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।

ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী বলেন, আবুধাবিগামী বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের টয়লেট থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়েছে। কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ এর ধারা ১৬৪ অনুযায়ী এয়ারক্রাফট তল্লাশি বা থামানোর ক্ষমতা ‘কাস্টমস’ কে দেওয়া হয়েছে। কাস্টমস তাদের নিজস্ব গোয়েন্দা তথ্য এবং রাষ্ট্রীয় অন্যান্য গোয়েন্দা সংস্থার তথ্যের সহায়তা নিয়ে কাজ করে থাকে। আজকের স্বর্ণ উদ্ধার জাতীয় গোয়েন্দা সংস্থা (NSI)-এর প্রত্যক্ষ সহায়তায় উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *