শিক্ষামন্ত্রীর সাথে এআইটি’র প্রেসিডেন্টের সাক্ষাৎ
ভূঁইয়া আসাদুজ্জামান
ঢাকা, লিগ্যাল ডেস্ক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সাথে আজ সংসদ ভবনে তাঁর অফিস কক্ষে এশিয়ান ইনস্টিটিউট অভ্ টেকনোলজি’র (এআইটি) প্রেসিডেন্ট ড. ইডেন ওয়াই উন-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে ড. ইডেন ওয়াই উন বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন।
সাক্ষাৎকালে এআইটি’র প্রেসিডেন্ট বলেন, বিশ্বের প্রায় ৬৮ রাষ্ট্রের ৪ হাজার গবেষক এআইটিতে গবেষণা করে।
উন এআইটিতে বাংলাদেশ সরকার কর্তৃক কিছু স্কলারশিপ চালু করা অথবা বাংলাদেশের নামে একটি ভবন স্থাপনের আহ্বান জানান। এ সময় মন্ত্রী তাদের প্রস্তাব বিবেচনার আশ্বাস দেন।