বাংলাদেশি এমপি ও তরুণ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ

আন্তর্জতিক ডেস্ক,

ভারত সফরে যাওয়া বাংলাদেশি এমপি ও তরুণ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করলেন দেশটির পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী সুষমা স্বরাজ। সোমবার (১১ মার্চ) ভারতের রাজধানী নয়া দিল্লীর জওহরলাল নেহেরু ভবনে সুষমা স্বরাজের পক্ষ থেকে মধ্যাহ্নভোজের দাওয়াত দেওয়া হয় সফররত বাংলাদেশি এমপি ও তরুণ নেতাদের।

এর আগে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বিকল্পধারাসহ বাংলাদেশের বিভিন্ন দলের ১৭ সংসদ সদস্য ও নেতাদের একটি প্রতিনিধি দল রবিবার (১০ মার্চ) ভারতের উদ্দেশে রওনা হন। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে সাক্ষাতের জন্যই এমপি ও তরুণ নেতাদের দলের এই ভারত সফর। বাংলাদেশের তরুণ রাজনৈতিক এমপি ও তরুণ নেতাদের জন্য ভারতের ‘থিংকট্যাঙ্ক অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশন’ (ওআরএফ) এই সফরের আয়োজন করে।

সফররত দলটিতে আওয়ামী লীগের প্রতিনিধিরা হলেন উপ-দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, ছানোয়ার হোসেন, জুয়েল আরেং, ফাহমি গোলন্দাজ বাবেল, নাহিম রাজ্জাক, নাঈমুর রহমান দুর্জয়, রাজী মোহাম্মদ ফখরুল, সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, দলের নেতা সূফি ফারুক, উম্মে রাজিয়া। বিএনপির পক্ষ থেকে আছেন সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও সহ-আন্তর্জাতিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানান। জাতীয় পার্টির প্রতিনিধি দলে আছেন সংসদ সদস্য পীর ফজলুর রহমান ও সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী। বিকল্পধারার পক্ষে যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য মাহী বি চৌধুরী ও স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন চৌধুরী) এখন ভারতে। এ ছাড়া প্রতিনিধি দলে আছেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের যুগ্ম মহাসচিব সৈয়দ তৈয়বুল বাশার মাইজমাণ্ডারী।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *