ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে : সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী
ময়মনসিংহ প্রতিনিধি,
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, বর্তমান সরকার ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, এসএমই মেলা ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের আগ্রহী করে তুলবে।
মঙ্গলবার সকালে ময়মনসিংহ টাউন হল চত্বরে সপ্তাহ ব্যাপী আয়োজিত এসএমই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক ড, সুভাষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে র্যাব-১৪ এর অধিনায়ক ইফতেখার উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির, এসএমইর মহা ব্যবস্থাপক খায়রুজ্জামান, বিসিকের ডিজিএম মিতালী তালুকদার, চেম্বার ও কমার্সের সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা উপস্থিত ছিলেন।
উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের গুণগত মান বজায় রাখার মাধ্যমে দেশে ও বিদেশে বাজার সৃস্টি করার জন্য আহবাণ জানান প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের মাধ্যমে ঘরে ঘরে কর্মসংস্থানের পাশাপাশি পণ্যের চাহিদা পূরণে সবাইকে এগিয়ে আসার আহবাণ জানান তিনি।
মেলায় পাট ও চামড়াজাত সামগ্রীসহ ডিজাইন ও ফ্যাশনওয়্যার হাান্ডিক্রাফ্ট, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, গৃহস্থালি পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যসহ নানান পণ্যের ৬১টি স্টল জায়গা পেয়েছে।
পরে এ্ উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। প্রধান অতিথিসহ বিভিন্ন উদ্যোক্তা সংস্থা ও স্কুল কলেজের শিক্ষার্থীরা এতে অংশ নেয়।