বিআইডব্লিউটিএ আজ ৫৭টি পাকা ও আধাপাকা ভবনের অংশ উচ্ছেদ করেছে

স্টাফ রিপোর্টার,

ঢাকা, লিগ্যাল ডেস্ক : নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নদীতীর দখলমুক্ত করতে আজ মোহম্মদপুর থানার ঢাকা উদ্যান ও রামচন্দ্রপুর এলাকায় এবং বিপরীত পাশে সাভার থানার বড়বরদেশী মৌজায় তুরাগ নদীর তীরভ’মিতে সিলিকন সিটি হাউজিং, আকাশ নীলা ওয়েস্টার্ণ সিটি লিমিটেড ।

অনির্বাণ ও তুরাগ হাউজিং এলাকায় অভিযান চালিয়ে একটি চারতলা, একটি তিনতলা, একটি দোতলা, ১৩টি একতলা পাকাভবন, ১০টি আধাপাকা ভবনের অবৈধ অংশ এবং ৩১টি বাউন্ডারি ওয়াল উচ্ছেদ করেছে।

আগামীকাল সকাল ৯ টায় মোহম্মদপুর থানার রামচন্দ্রপুর এলাকা এবং তুরাগ নদীর বিপরীত পাশে উচ্ছেদ অভিযান শুরু হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *