৭২পদাতিক ব্রিগেড পরিদর্শনে বিমান বাহিনী প্রধান

সাইয়্যদ মো. রবিন

ঢাকা, লিগ্যাল ডেস্ক : বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত আজ রংপুর সেনানিবাসে ৭২ পদাতিক বিগ্রেড পরিদর্শন করেছেন।

আজ ব্রিগেডটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

তিনি সেখানে পৌঁছলে ব্রিগেড কমান্ডার তাকে স্বাগত জানান এবং ব্রিগেডের একটি চৌকস কন্টিনজেন্ট বিমান বাহিনী প্রধানকে গার্ড অব অনার প্রদান করে।

বিমান বাহিনী প্রধান বলেন, ৭২ ব্রিগেড পরিদর্শনে এসে তিনি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করেন। কারণ বিমান বাহিনীর একজন কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা উইং কমান্ডার এম কে বাশার (পরবর্তীতে এয়ার ভাইস মার্শাল ও বিমান বাহিনী প্রধান) স্বাধীনতার পরবর্তী সময়ে এই ব্রিগেডটি প্রতিষ্ঠা করেছিলেন।

৭২ পদাতিক ব্রিগেডটি সেনাবাহিনীর একটি উল্লেখযোগ্য বিগ্রেড যা বাংলাদেশের গৌরবান্বিত স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। বিমান বাহিনী প্রধান নিঃস্বার্থ আতœত্যাগ ও দৃষ্টান্তমূলক ভূমিকার জন্য এই ব্রিগেডের গর্বিত সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।

সম্মিলিত প্রচেষ্টা ও সবার সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতে সশস্ত্র বাহিনীকে আরও অধিকতর উচ্চতায় পৌঁছে দেয়া সম্ভব বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।

পরে বিমান বাহিনী প্রধান লালমনিরহাটে বিমান বাহিনীর যোগাযোগ ও রক্ষণাবেক্ষণ ইউনিট পরিদর্শন করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *