নুরকে বুকে জড়িয়ে ধরে এক সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যাক্ত করেন শোভন
ভূঁইয়া আসাদুজ্জামান ,
লিগ্যাল ভয়েস ডেস্ক : ছাত্রলীগ সভাপতি আরো বলেন, ‘নুরও আমাদের সঙ্গে কাজ করবে। তাকে নিয়ে আমরা কাজ করব। তোমরা ৫ মিনিটের মধ্যে এই জায়গা ছেড়ে দেবে। সবার প্রতি সম্মান রেখে তোমরা এই স্থান থেকে চলে যাও।’
নুরকে বুকে জড়িয়ে ধরলেন শোভন, এক সঙ্গে কাজ করার অঙ্গীকার
ভিসির বাসভবনের সামনে ছাত্রলীগ সভাপতি শোভন। ছবি: ফোকাস বাংলা
এরপর শোভনের নির্দেশের পরে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন। একটি মিছিল নিয়ে ভিসির বাসভবনের সামনে থেকে সরে যান তারা।
পরে শোভন নেতাকর্মীদের নিয়ে টিএসসিতে যান। সেখানে গিয়ে নুরকে বুকে জড়িয়ে ধরেন তিনি। নুরকে নিজের ছোট ভাই উল্লেখ করে শোভন বলেন, ‘নুর আমার ছোট ভাই। সে আমার ছোট ভাই, বন্ধু। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হয়েছে। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে এই ফল মেনে নিতে হবে। আমি এই নির্বাচনের ফল সবাইকে মেনে নেওয়ার আহ্বান জানাই।’ এসময় নুরকে নিয়ে এক সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন তিনি।