ডাকসুতে পুনঃনির্বাচনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন ভঙ্গ

ঢাকসু প্রতিনিধি ,

ঢাকা, লিগ্যাল ডেস্ক : গত ১১ মার্চ ডাকসু ও হল সংসদ নির্বাচনে পরাজিতদের আমরণ অনশন কর্মসূচির অবসান ঘটেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের অভিযোগ আমলে নেয়ার আশ্বাস দেয়ার পরে গতরাতে শিক্ষার্থীরা অনশন ভঙ্গ করে।

ঢাবি প্রো-ভিসি প্রফেসর মুহাম্মদ সামাদ, বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর মাকসুদ কামাল, প্রক্টর প্রফেসর একেএম গোলাম রব্বানি রাত সাড়ে এগারটায় রাজু ভাস্কর্যের কাছে অনশন মঞ্চে পৌঁছে তাদের অনশন ভাঙ্গার অনুরোধ জানান।

শিক্ষকদের অনুরোধে সাড়া দিয়ে শিক্ষার্থীরা অনশন অবসানে সম্মত হন এবং শিক্ষকরা পানি ও লাচ্চি পান করিয়ে তাদের অনশন ভাঙ্গান।
ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুরু, জিএস গোলাম রব্বানি ও এজিএস হুসেইন সাদ্দাম শিক্ষকদের সঙ্গে ছিলেন।

প্রফেসর সামাদ প্রতিবাদকারীদের বলেন,তোমরা যদি অনশনের অবসান ঘটাও আমরা তোমাদের দাবির বিষয়গুলো সমাধানের চেষ্টা করবো।
নির্বাচনে অংশ নেয়া বামছাত্র সংগঠনের স্বতন্ত্র ৬ শিক্ষার্থী ভোটের পরের দিন থেকে ভোটে অনিয়মের অভিযোগ এনে এর প্রতিবাদ শুরু করে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *