প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন আন্তরিকতা থাকলে উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারে না : সাইফুজ্জামান শিখর
মাগুরা প্রতিনিধি,
মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন কাজের প্রতি আন্তরিকতা, ভালোবাসা ও স্বচ্ছতা থাকলে কোন প্রতিবন্ধকতাই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারে না।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের সময়ে গত এক দশকে শিক্ষা, বিদ্যুৎ, কৃষি, যোগাযোগসহ জীবনমানে ব্যাপক উন্নয়নের পাশাপাশি আমার সুশাসন পেয়েছি।
শুক্রবার রাতে মাগুরা সদর উপজেলার আঠারখাদা সেবাশ্রমে শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের শুভ ১৩১ তম আবির্ভাব বর্ষ স্মরণ মহোৎসব ও ধর্মালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় সাইফুজ্জামান শিখর নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী নিন্দা হামলার জানিয়ে এ ঘটনায় নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনা করেন।
আঠাখাদা শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্র সৎ সংঘ আশ্রমের উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় নিধির কুমার সাহার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ঋত্বিক পরিষদের সচিব রঞ্জন কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু।