পরমাণু ক্ষেত্রে ইরানের সাফল্য
আন্তর্জাতিক ডেস্ক,
পরমাণু ক্ষেত্রে ১১২টি সাফল্যের তথ্য এপ্রিল মাসে জনগণের সামনে তুলে ধরবে ইরান। দেশটির আণবিক শক্তি সংস্থা বা এইওআইর মুখপাত্র বেহরুজ কামালভান্দি শনিবার তেহরানে সাংবাদিকদেরকে একথা বলেন। খবর পার্সটুডের।
পরমাণু ক্ষেত্রে এসব অর্জনকে গুরুত্বপূর্ণ অর্জন উল্লেখ করে কামালভান্দি জানান, এসব খাতের মধ্যে রয়েছে- পরমাণু গবেষণা, খনি থেকে আহরণ, জ্বালানি চক্র, বিদ্যুৎ স্থাপনা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং লেসার। আগামী ৯ এপ্রিল ইরানে জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস উদযাপিত হবে। ওইদিন এসব সাফল্য উন্মোচন করা হবে।
কামালভান্দি বলেন, চলমান অবস্থার মধ্যে এসব সাফল্য তুলে ধরে ইরান শত্রুদের কাছে এই বার্তা দেবে যে, ইরানি জনগণ অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে প্রতিরোধ করেছে এবং হুমকিকে সুযোগ হিসেবে কাজে লাগিয়েছে। তিনি বলেন, আমেরিকা সামরিকভাবে যুদ্ধ করতে ব্যর্থ হয়ে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে তবে ইরানের জনগণ সে যুদ্ধও মোকাবেলা করতে সক্ষম হবেন।