বঙ্গবন্ধু দু’টি দেশের স্বাধীনতার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন
স্টাফ রিপোর্টার,
ঢাা, লিগ্যাল ডেস্ক : বাংলাদশে আওয়ামী লীগরে সাংগঠনকি সম্পাদক ও নৌপরবিহন প্রতমিন্ত্রী খালদি মাহমুদ চৌধুরী বলছেনে, বঙ্গবন্ধু আমাদের যা দিয়ে গেছেন, সে ঋণ আমরা শোধ করতে পারবনা। বঙ্গবন্ধু দু’টি দেশের স্বাধীনতার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। একটিতে নেতৃত্ব দিয়ে জাতির পিতা হয়েছেন।
বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছেন, স্বপ্ন দেখিয়েছেন এবং বাস্তবায়ন করেছেন। ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশকে স্বাধীন করা পর্যন্ত প্রতিটি আন্দোলনে তাঁর অবদান অবিস্মরণীয়। ’৭০ এর নির্বাচনে বঙ্গবন্ধু একক নেতায় পরিণত হয়েছেন।
তনিি আজ ঢাকায় বাংলাদশে প্রসে কাউন্সলি মলিনায়তনে জাতরি পতিা বঙ্গবন্ধু শখে মুজবিুর রহমানরে জন্মদনি উপলক্ষ্যে বঙ্গবন্ধু সাংস্কৃতকি জোট অয়োজতি আলোচনা সভায় এসব কথা বলনে।
সংগঠনরে সহ-সভাপতি রদেুয়ান খন্দকাররে সভাপতত্বিে অনুষ্ঠানে অন্যান্যরে মধ্যে বক্তব্য রাখনে আওয়ামী লীগ নতো এডভোকটে বলরাম পোদ্দার, বশিষ্ঠি সংগীত শল্পিী রফকিুল আলম, একুশে পদক বজিয়ী সাংস্কৃতকি ব্যক্তত্বি আমানুল হক, সাংস্কৃতকি ব্যক্তত্বি রোকয়ো প্রাচী, সাংবাদকি মানকি লাল ঘোষ এবং সংগঠনরে সাধারণ সম্পাদক অরুন সরকার রানা।
প্রতমিন্ত্রী বলনে, জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা করার দু:সাহস আমার নেই। তাঁকে স্মরণ করতে পারছি এটা আমার সবচেয়ে বড় প্রাপ্তি। বঙ্গবন্ধুকে স্মরণ করার জন্য অনুষ্ঠানের দরকার নেই, তাঁকে চেতনায় ধারণ করতে পারলে আমাদের গতিপথ ঠিক থাকবে এবং তাঁর চেতনা ধারণ করেই আমরা সঠিক ধারায় এগিয়ে যাব। ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধুর স্বাধীনতার আহবাণকে পাকিস্তানি জান্তারা সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করার চেষ্টা সত্বেও বঙ্গবন্ধু ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণা করেন।
খালদি মাহমুদ চৌধুরী বলনে, বঙ্গবন্ধুকে নিয়ে যত লেখা ও আলোচনা হয়েছে, পৃথিবীর আর কোন নেতাকে নিয়ে এত আলোচনা হয়নি। দুর্নীতি, অর্থনৈতিক ও রাজনৈতিক দুর্বৃত্তায়নকে আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আমরা সোনার বাংলা গড়ে তুলব।