পিইউআইসি সম্মেলনে শেষে দেশে ফিরেছেন স্পিকার
স্টাফ রিপোর্টার,
ঢাকা, লিগ্যাল ডেস্ক : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মরক্কোর রাবাতে অনুষ্ঠিত পার্লামেন্টারি ইউনিয়ন অব দ্যা ওআইসি মেম্বার স্টেটস (পিইউআইসি) এর ১৪তম সম্মেলনে যোগদান শেষে আজ অপরাহ্নে ঢাকায় ফিরেছেন ।
সম্মেলন চলাকালে স্পিকার পিইউআইসি’র জেনারেল কমিটির সভায় বক্তৃতা করেন। এছাড়া সেখানকার ডিপ্লোম্যাটিক ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আবদেল হাবেক ও একই সংস্থার কর্মকর্তা কিং হাসানের সাথে তার বৈঠক অনুষ্ঠিত হয়। তিনি গত ১২ মার্চ পিইউআইসি’র সম্মেলনে যোগ দিতে মরক্কো যান।
পিইউআইসি সম্মেলনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলে হুইপ ইকবালুর রহিম এমপি, এস এম শাহজাদা এমপি, সৈয়দা জাকিয়া নূর এমপি এবং মাসুদ উদ্দিন চৌধুরী এমপি যোগদান করেন।
স্পিকারকে স্বাগত জানাতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ আজ শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন।