ঢাকায় ৩য় স্টাডি ইন টার্কি শিক্ষা মেলা
সাইয়্যদ রবিন,
ঢাকা, লিগ্যাল ডেস্ক : তুরস্কের অর্থ মন্ত্রণালয়ের সহায়তায় এডুলিংক বাংলাদেশ ও টার্কিশ এডুকেশন সেন্টারের যৌথ উদ্যোগে আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় ৩য় স্টাডি ইন টার্কি শিক্ষা মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রাজধানীর গুলশান-২ এর ফোর পয়েন্ট হোটেলে আগামীকাল বৃহস্পতিবার দিনব্যাপী এ মেলায় তুরস্কের ৭টি ইউনিভার্সিটি অংশ নিচ্ছে। ইউনিভার্সিটিগুলো বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের মেধাভিত্তক বৃত্তি প্রদানসহ কম খরচে ইউরোপিয়ান ডিগ্রি অর্জনে সহায়তা প্রদান করবে।
শিক্ষা মেলা উপলক্ষে আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে টার্কি এডুকেশন মেলা কর্তৃপক্ষ। এতে উপস্থিত ছিলেন তুরস্ক থেকে আগত মেহমেদ টেনসেল, সিনে গোমাস, মেরবি আতিকেন, আতিকুর রহমান, আমিনুল ইসলাম প্রমুখ।
সংবাদ সম্মেলনে বাংলাদেশের মেধাবী ছাত্র-ছাত্রীদের স্কলারশিপের মাধ্যমে তুরস্কের নামীদামি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ রয়েছে বলে জানানো হয়।