হবিগঞ্জে ই-নামজারি বিষয়ক প্রশিক্ষণ

হবিগঞ্জ প্রতিনিধি,

জেলায় আজ ই-নামজারি বিষয়ক ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভূমি সংস্কার বোর্ডের সহযোগিতায় জেলা প্রশাসন এ প্রশিক্ষণের আয়োজন করে। ২৩ মার্চ প্রশিক্ষণ শেষ হবে।

হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব নুরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফজলুল জাহিদ পাভেল।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ বলেন, জনগণকে হয়রানী থেকে রেহাই দিতে এবং দ্রুত সেবা নিশ্চিত করতে ই-নামজারি চালু করা হয়েছে।

হবিগঞ্জের তিনটি উপজেলায় এ পদ্ধতি চালু হওয়ায় জনগণ এর সুফল পাচ্ছেন। শিগগিরই জেলার সকল উপজেলায় ই-নামজারি চালু করা হবে। এ লক্ষ্যেই এ কর্মশালার আয়োজন করা হয়েছে।
কর্মশালায় জেলার বাহুবল, আজমিরীগঞ্জ, লাখাই, চুনারুঘাট ও নবীগঞ্জ উপজেলার ৩৫জন ভূমি প্রশাসনে কর্মরত কর্মকর্তা এবং কর্মচারী অংশগ্রহণ করছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *