নির্বাচনের আগের রাতে চন্দনাইশে অস্ত্র উদ্ধার

চট্টগ্রামের চন্দনাইশের খানহাট এলাকায় একটি খাদ্যগুদামে অভিযান চালিয়ে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। উপজেলা নির্বাচনকে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে সেখানে একটি পক্ষ জড়ো হয়েছিল বলে জানা গেছে। তবে অভিযানের খবরে দেশীয় অস্ত্রগুলো ফেলে পালিয়ে যান তাঁরা।

আগামীকাল রোববার এই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক। তিনি প্রথম আলোকে বলেন, একটা পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রসহ ওই খাদ্যগুদামে জড়ো হয়েছে, এমন খবরে আজ শনিবার রাত সাড়ে নয়টার দিকে সেখানে অভিযান চালানো হয়। তবে অভিযানের খবরে তারা সটকে পড়ে। সেই খাদ্যগুদামে চারটি রামদাসহ ছোরা, দা, কুঠার, শাবল, রড, চাকু, কাস্তে, কোদাল ও লাঠি পাওয়া যায়।

অভিযানে সহায়তা করেন বিজিবি ও পুলিশের সদস্যরা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *