অবৈধ কাজে কাউকে ছাড় দেওয়া হবে না : স্বররাষ্ট মন্ত্রী
রানা চৌধুরী ,
ঢাকা, ভয়েস : ভবিষ্যতে বিমান ছিনতাইয়ের মতো ঘটনা এড়াতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ নিজ বাসভবনে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। ভুলক্রমেও বিমানবন্দরে অস্ত্রসহ কেউ প্রবেশ করলে ছাড় পাবেনা বলে হুঁশিয়ার করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বিমান ছিনতাইয়ের ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে গোয়েন্দা সংস্থা কাজ করছে।’
তিনি আরো বলেন, ‘তদন্ত প্রতিবেদন হাতে পেলে কিভাবে আরো ব্যবস্থা নেওয়া যায় সেটা দেখবো। আমাদের ম্যাসেজটা পরিষ্কার। অবৈধ কাজে কাউকে ছাড় দেওয়া হবে না। যে যেখানেই যাবেন আইন মেনে যাবেন।’


 
							 
							