ই-কমার্সের ডাক’- এই শ্লোগানে বিভাগীয় শহরে মেলা
এস এম আআলাউদ্দিন,
ঢাকা, ভয়েস ডেস্ক : ই-ক্যাব ও ডাক বিভাগের যৌথ উদ্যোগে আগামী ৩০ মার্চ থেকে দেশের আটটি বিভাগীয় শহরের পোস্ট অফিস প্রাঙ্গণে পর্যায়ক্রমে ই-কমার্স মেলা অনুষ্ঠিত হবে।
‘ই-কমার্সের ডাক’- এই শ্লোগানে এ মেলা অনুষ্ঠিত হবে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার আজ শনিবার বিকেলে রাজধানীর জিপিও’তে অবস্থিত ডাক ভবনে কেক কেটে ই-কমার্স মেলার শুভ উদ্বোধন করেন।
বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মন্ডল, ই-ক্যাবের সাধারণ সম্পাদক, মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল, সহ-সভাপতি রেজওয়ানুল হক জামি ও পরিচালক মোহাম্মদ সাহাব উদ্দিন, দারাজ বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোস্তাহিদল হক এবং ই-ক্যাবের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, আগামী ৩০ মার্চ চট্টগ্রামে, ৬ এপ্রিল রাজশাহীতে, ১৩ এপ্রিল সিলেটে, ২০ এপ্রিল খুলনায়, ২৭ এপ্রিল রংপুরে, ৪ মে বরিশালে, ১১ মে ময়মনসিংহে এবং ১৮ মে ঢাকায় এ মেলা অনুষ্ঠিত হবে।
মেলা উপলক্ষে পণ্য ও সেবা প্রদর্শনীর পাশাপাশি সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।