সন্ত্রাসী সোমালিয়ায় মন্ত্রী নিহিত
আন্তর্জাতিক ডেস্ক,
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে সন্ত্রাসী হামলায় মন্ত্রীসহ ৫ জন নিহত হয়েছে। একটি সরকারি ভবন জিম্মি করে হামলাটি চালানো হয়। মার্কিন সংবাদমাধ্যম এপি’র খবরে এ তথ্য জানানো হয়েছে।
সোমালিয়ার সরকারি কর্মকর্তা ক্যাপ্টেন মোহামেদ হোসাইন বলেন, মন্ত্রী সাকার ইব্রাহিম আব্দুল্লাহ ওই ভবনের নীচতলায় ছিলেন। হামলা শুরুর অল্পক্ষণ পরই তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান।
ভবনের বাইরে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানোর পাঁচজন বন্দুকধারী ভবনটিতে ঢুকে হামলা চালায়। ভেতরে বন্দুকধারীরা নির্বিচারে গুলি চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।