‘আইএমএফ’ পার্লামেন্টারি ওয়ার্কশপে যোগ দিতে স্পিকারের ঢাকা ত্যাগ
সংসদ প্রতিনিধি,
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ আইএমএফ পার্লামেন্টারি ওয়ার্কশপে যোগ দিতে সকাল ৭টায় দিল্লীর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
সফরকালে স্পিকার আইএমএফ ম্যাক্রো ইকোনমিক পলিসি এ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ফর পার্লামেন্টেরিয়ান ওয়ার্কশপে যোগদান করবেন।
ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. আব্দুস শহীদ, সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. রুস্তম আলী ফরাজী, সাগুফতা ইয়াছমিন, আনোয়ারুল আবেদীন খান এবং আহসানুল ইসলাম (টিটু) অংশগ্রহণ করবেন।
এ সময় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানসহ উর্ধ্বতন কর্মকর্তা স্পিকারকে বিদায় জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
আইএমএফ পার্লামেন্টারি ওয়ার্কশপ শেষে স্পিকার ২৮ মার্চ দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।