প্রথম ব্যাটসম্যান হিসেবে তিনশ’ ছক্কার মালিক

স্পোর্টস ডেস্ক,

মোহালি, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথম ব্যাটসম্যান হিসেবে তিনশ’ ছক্কার মালিক হলেন ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল। গতরাতে আইপিএলের নবম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৩টি চার ও ৪টি ছক্কায় ২৪ বলে ৪০ রান করেন কিংস ইলেভেন পাঞ্জাবের গেইল। এই চারটি ছক্কায় আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ও একমাত্র ব্যাটসম্যান হিসেবে তিনশ’ ওভার বাউন্ডারির মারার রেকর্ড গড়েন গেইল।

নিজের ১১৪তম ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেন গেইল।
এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। আইপিএলে ১৩১ ইনিংসে ১৯২টি ছক্কা মেরেছেন তিনি। তৃতীয় স্থানে থাকা চেন্নাই সুপার কিংসের মহেন্দ্র সিং ধোনির ছক্কা সংখ্যা ১৮৭।
গেইলের তিনশ’ ছক্কার মাইলফলকের ম্যাচে মুম্বাইকে ৮ উইকেটে হারিয়েছে পাঞ্জাব।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *