পঞ্চগড়ের করতোয়া ব্রিজে পরিষ্কারের কাজ করছে ৮ বন্ধু
রবিউল ইসলাম,
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ করতোয়া নদীর উপর করতোয়া ব্রিজকে পরিষ্কার ও সুন্দর রাখতে পরিছন্ন অভিযান শুরু করেছে ২০১৫-১৮ সালের এসএসসি ব্যাচের ছাত্ররা। এদের সবার বাড়ি দেবীগঞ্জে।
এদের মধ্যে পিয়ান, সম্পদ, মুন্না, জয়, তারেক, রনি, পরাগ ও অনিক এ ৮ বন্ধু লক্ষ্য করেছে, ব্রিজের উপর দিয়ে প্রতিদিন ১০০/১৫০ ট্রাকে করে বালু দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাওয়া হয়। এতে বালুর কিছু অংশ ব্রিজের উপর পড়ে ব্রিজটির সৌন্দর্য ব্যাহত হওয়ার পাশাপাশি মোটর সাইকেল আরোহীদের দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে।
উপজেলার মধ্যে নান্দনিক এ ব্রিজটির সৌন্দর্য় রক্ষায় নিজ উদ্যোগে এগিয়ে এসেছে ছাত্ররা।
সৌন্দর্য মানুষের মনকে আর্কষণ করে এবং ব্রিজের উপরের বালু ব্রিজের ক্ষতি সাধন করতে পারে এ অনুভূতি তাদেরকে পরিছন্ন কাজে অনুপ্রেরণা জুগিয়েছে।
আজ মঙ্গলবার তারা ৮ বন্ধু যখন বেলচা দিয়ে ব্রিজ পরিষ্কারের কাজ শুরু করছে, এ সময় দেবীগঞ্জের ইউএনও প্রত্যয় হাসান তাদেরকে স্বাগত জানিয়ে বলেছে, তোমাদের এ মহতী উদ্যোগ অন্যদেরকে অনুপ্রাণিত করবে এবং করতোয়া সেতুর সৌন্দর্য বাড়ার পাশাপাশি দুর্ঘটনা রোধে অনেকখানি ভূমিকা রাখবে। ছাত্ররা এ ভাবে দেশের উন্নয়নে অবদান রাখতে পারে।