ব্রুনাইয়ে খুব শিগগিরই শরীয়া আইন চালু হতে যাচ্ছে 

আন্তর্জাতিক ডেস্ক,

বন্দর সেরি বেগাওয়ান (ব্রুনেই), ব্রুনাইয়ের সুলতান বুধবার দেশব্যাপী ইসলামী শিক্ষার ওপর জোর দেয়ার নির্দেশ দিয়েছেন। দেশটিতে খুব শিগগিরই শরীয়া আইন চালু হতে যাচ্ছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।

ব্রুনেইয়ে শরীয়া আইনের আওতায় সমকামিতা ও বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক (ব্যভিচার) প্রমাণিত হলে পাথর ছুঁড়ে হত্যার বিধান চালু হচ্ছে।
রাজধানী বন্দর শেরি বেগাওয়ানের কাজে জনগণের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে দেশটির সর্বময় ক্ষমতার অধিকারী সুলতান হাসানাল বলকিয়াহ্ বলেন, ‘আমি দেশের ইসলামিক শিক্ষার ব্যাপক প্রসার দেখতে চাই।’

তবে তিনি বিতর্কিত নতুন আইনটি সম্পর্র্কে কিছু বলেননি। তিনি এ সম্পর্কে কিছু বলবেন বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছিল।

সরকার এর আগে ঘোষণা দিয়েছিল যে বুধবার থেকে শরীয়া আইনটি কার্যকর হবে।
তেলসমৃদ্ধ দেশটিতে তিনি ৫১ বছর ধরে ক্ষমতায় আছেন।

তিনি আরো বলেন, ব্রুনাই হবে একটি ‘অবাধ ও সুখী’ দেশ।
তিনি বলেন, ‘পর্যটকরা এদেশ থেকে খুব মধুর অভিজ্ঞতা নিয়ে ফিরে যাবেন। তারা এখনকার নিরাপদ ও সৌহায্যপূর্ণ পরিবেশ খুব উপভোগ করবেন।’

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *