মদপানে দুই শিক্ষার্থীর মৃত্যু
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি,
লিগ্যাল ভয়েস : মদপান করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার সকালে তারা মারা যান। মৃত শিক্ষার্থীরা হলেন, আইন বিভাগের তৃতীয় বর্ষের মু’তাসিম রাফিদ খান তুর্য ও অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের তুর্য রায়।
বিষয়টি নিশ্চিত করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান জানান, মদ খেয়ে দুইজন অসুস্থ হয়ে পড়লে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে ভোর ৫টার দিকে একজন এবং সকাল ৮টার দিকে অন্যজন মারা যান। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান প্রক্টর। রামেক হাসপাতালের চিকিৎসকরা মদপানে দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রামেক হাসপাতাল পুলিশ বক্সের এএসআই শফিকুল ইসলাম জানান, ওই দুই শিক্ষার্থী পরস্পর বন্ধু। উভয়ে ক্যাম্পাসের বাইরের পৃথক মেসে থাকতেন। তারা দুই বন্ধু মিলে গত শুক্রবার রাতে মদ পান করেন। এরপর ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন।
শনিবার দুপুরের দিকে অন্য বন্ধুরা তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যান। ময়নাতদন্তের জন্য উভয়ের লাশ রামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।