জাবিতে হামলায় ইবির শিক্ষকসহ আহত ৯
ক্যাম্পাস প্রতিনিধি,
লিগ্যাল ভয়েস : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) খেলোয়াড় ও সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হ্যান্ডবল টিম। বুধবার বিকাল ৪টায় জাবির মাঠে এ ঘটনা ঘটে।
এতে ইবির প্রফেসর ড. মাহবুবর রহমান ও ক্রীড়া বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহলেসহ ৯জন খেলোয়াড় গুরুতর আহত হয়েছেন। হামলায় ইবির খেলোয়াড় রাব্বি ও ইমনকে গুরুতর অবস্থায় সাভারের এনাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে ৭জন বাংলাদেশের জাতীয় পর্যায়ের খেলোয়াড় ছিলেন। এই ঘটনার জের ধরে তাৎক্ষণিক কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেন ইবির শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকাল ৪টায় জাবির মাঠে ওই দুই বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল খেলা চলছিল। ইবি তিন পয়েন্ট এগিয়ে গেলে পর পর ফাউল করেন জাবির খেলোয়াড়রা।
ইবির খেলোয়াড়রা ফাউলের আবেদন করলে তাদের ওপর চড়াও হয় জাবি খেলোয়াড়রা ও দর্শকরা। এক পর্যায়ে রড, লাঠিসহ ইবির খেলোয়াড়দের উপর হামলা চালান তারা। এসময় ইবির প্রফেসর ড. মাহবুবর রহমান ও ক্রীড়া পরিচালক ড. সোহেলও হামলার শিকার হোন। এই ঘটনায় কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেন ইবির শিক্ষার্থীরা।
ইবির ভাইস-চ্যান্সেলর ড. রাশিদ আসকারী বলেন, ‘এই ঘটনায় আমরা মর্মাহত ও তীব্র নিন্দা জানাই। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য জাবি প্রশাসনে সাথে আলোচনা করা হয়েছে।’
জাবির ভিসি ফারজানা ইসলাম বলেন ‘এটি অত্যন্ত বেদনাদায়ক ব্যাপার। যে ঘটনাটি ঘটেছে তার জন্য আমরা মর্মাহত, লজ্জ্বিত। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
হামলায় আহত ইবি প্রফেসর ড. প্রফেসর ড. মাহবুবর রহমান বলেন, ‘ইবির খেলোয়াড়দের উপর যে বর্বরোচিত হামলা চালিয়েছে তা রীতিমত অবাক করা ব্যাপার। আমাদের আহত খেলোয়াড়দের রক্ষা করতে গেলে শিক্ষক হয়েও তাদের কাছ থেকে নিরাপদ হতে পারিনি।’