নয়াদিল্লীর জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি প্রথমবারের মতো নারী ভিসি
স্টাফ রিপোর্টার,
নয়াদিল্লী, লিগ্যাল ভয়েস : ভারত সরকার ন্যাশনাল ইনস্টিটিউট অব এডুকেশনাল প্লানিং এন্ড এডমিনিস্ট্রেশন (এনআইইপিএ)-এর অধ্যাপক নাজমা আখতারকে গতকাল বৃহস্পতিবার জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিয়েছে।
এক প্রতিবেদনে বলা হয়, আলীগড়ে ১৯২০ সালে যাত্রা শুরু হওয়া এই বিশ্ববিদ্যালয়টি গত চার দশকের ইতিহাসে একজন নারী ভাইস-চ্যান্সেলর পেলো।
অধ্যাপক নাজমা আখতার তালাত আহমদের স্থলাভিষিক্ত হলেন। আলীগড় ইউনিভার্সিটির গোল্ড মেডেলিস্ট নাজমা আখতার যুক্তরাজ্য ও ফ্রান্সের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন।
তিনি কুরুক্ষেত্র ইউনিভার্সিটি থেকে তার পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।
তিনি ইউনেস্কো, ইউনিসেফ, ডানিডাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কাজ করেন।
জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়টি ২০২০ সালে তার প্রতিষ্ঠার শতবর্ষ পূর্ণ করবে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টি নয়াদিল্লীর জামিয়া নগরে অবস্থিত।