ব্যক্তিগত ট্রেনযোগে রাশিয়ায় কিম
আন্তর্জাতিক ডেস্ক,
লিগ্যাল ভয়েস : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রথমবারের মত বৈঠক করতে রাশিয়ায় পৌঁছেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। রাশিয়ার দৈনিক একটি পত্রিকা এ তথ্য জানিয়েছে।
বুধবার ব্যক্তিগত ট্রেনযোগে কিম দেশটির শীর্ষ নেতা, সামরিক বাহিনীসহ রাশিয়ার উদ্দেশ্যে রওনা দেন।
রাশিয়ার উপকূলবর্তী শহর ভ্লাদিভস্তকে বৃহস্পতিবার পুতিন-কিম বৈঠক অনুষ্ঠিত হবে। কিম-পুতিন বৈঠকের মূল বিষয় হিসেবে ‘পারমাণবিক সমস্যা’ প্রাধান্য পাবে বলে খবরে বলা হয়েছে।
উত্তর কোরিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে মতবিরোধে ফেব্রুয়ারিতে ভিয়েতনামের হ্যানয়ে ওয়াশিংটন-পিয়ংইয়ং দ্বিতীয় শীর্ষ বৈঠক ভেস্তে যাওয়ার পর কিম-পুতিনের এ বৈঠক হতে যাচ্ছে।