মিট দ্য প্রেস সাঈদ খোকন : একেবারে জলাবদ্ধতা নিরসন করা সম্ভব নয়

স্টাফ রিপোর্টার,

লিগ্যাল ভয়েস : রাজধানীতে সৃষ্ট জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে সিটি করপোরেশনকে দায়িত্ব দিলে তা গ্রহণে আপত্তি নেই বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, নাগরিক দুর্দশা লাঘবে ও জনভোগান্তি কমাতে মহানগরের সার্বিক উন্নয়নের জন্য সমন্বিত নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠন করতে হবে। পাশাপাশি রাজধানীর জলাবদ্ধতা নিরসনে চার সংস্থার পরিবর্তে নির্দিষ্ট একটি সংস্থাকে পূর্ণাঙ্গ দায়িত্ব দিতে হবে। তবে একেবারে জলাবদ্ধতা নিরসন করা আমাদের পক্ষে সম্ভব নয়।

গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘আসন্ন বর্ষায় জলাবদ্ধতা নিরসনে জনপ্রতিনিধিদের ভূমিকা ও নাগরিকদের করণীয়’ শীর্ষক মিট দ্য প্রেস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসির মেয়র এসব কথা বলেন। ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা) এ অনুষ্ঠানের আয়োজন করে।

ডুরা সভাপতি মশিউর রহমান খানের সভাপতিত্বে ও তোফাজ্জল হোসেন রুবেলের পরিচালনায় অনুষ্ঠানে সাঈদ খোকন বলেন, রাজধানীর জলাবদ্ধতা দূর করতে সবার আগে সেবাদানকারী সংস্থাগুলোর সক্ষমতা বাড়াতে হবে। এরপর নাগরিক সচেতনতা তৈরি হলে জলাবদ্ধতা দূর করা সম্ভব হবে। তবে বর্তমান নিয়মানুযায়ী চললে এ বছরও জলাবদ্ধতা হবে না, তা নিশ্চিত করা যাবে না। কারণ একটানা ৫০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হলে রাজধানীর ড্রেনেজ ব্যবস্থা সাপোর্ট করে না।

ডিএসসিসি মেয়র বলেন, ঢাকা শহরে যদি ১ ঘণ্টা অতিমাত্রায় বৃষ্টি হয়, তাহলে জলাবদ্ধতার সৃষ্টি হবে। তবে সেই পানি নেমে যাবে, কিন্তু তা নামতে ৩-৪ ঘণ্টার মতো সময় লাগবে। এখান থেকে বের হয়ে আসা খুব একটা সহজ ব্যাপার নয়। তবে চেষ্টা চলমান রয়েছে।

তিনি বলেন, রাজধানী ও এর আশপাশের যে খালগুলো দিয়ে পানি নেমে যাবে, সেই খালগুলোর চারদিক দখল হয়ে গেছে। যেখানে গিয়ে পানি জমা হবে, সেই নিম্নাঞ্চলগুলো এরই মধ্যে বালি দিয়ে ভরাট হয়ে গেছে। স্থাপনা নির্মাণ করা হয়েছে। ফলে পানি নামা খুব কঠিন হয়ে পড়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *