বঙ্গবন্ধুর আদর্শে দেশ ও জনগণের জন্য কাজ করা এমপিদের দায়িত্ব: এইচ টি ইমাম

মো: জিল্লুর রহমান,

লিগ্যাল ভয়েস : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শৈল্পিক ও বিজ্ঞানমনস্ক চিন্তা-ভাবনা করে দেশ গড়ার চেষ্টা করেছেন’। শনিবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম অডিটরিয়ামে ঢাকাস্থ টাঙ্গাইল জেলা সংবাদিক ফোরামের আয়োজনে জেলার নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের স্থপতি নন, বাংলাদেশ নির্মাণের প্রকৌশলীও উল্লেখ করে তিনি সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, ‘এখন আপনাদের দায়িত্ব বঙ্গবন্ধুর চিন্তার আলোকে দেশ ও জনগণের জন্য কাজ করা। ১৯৭২ সালে আমরা সাড়ে সাত কোটি মানুষকে পেট ভরে খাওয়াতে পারিনি। এখন আমাদের জনসংখ্যা প্রায় ১৭ কোটি। আমাদের দর্শন ২০৪১ সালের আগে আধুনিক, তথ্য-প্রযুক্তি সম্পন্ন উন্নত বাংলাদেশের।

আগামী দুই-এক বছরের মধ্যে প্রবৃদ্ধি হবে ডাবল ডিজিটের, আমরা অন্যের সঙ্গে তাল মিলিয়ে নয়, দ্রুত এগিয়ে যেতে চাই’। তিনি আরও বলেন, ‘দ্রুত শিল্প-কারখানা গড়ে ওঠার ফলে বনাঞ্চল, কৃষি জমি কমে গেছে। কৃষিজমির যাতে ক্ষতি না হয় সেজন্য সরকার এক শ’ টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলবে। এর বাইরে শিল্প-কারখানা হবে না।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাসহ দুর্যোগ ব্যবস্থপনায়ও আমরা এখন সচেতন’। সংবর্ধনা অনুষ্ঠানে টাঙ্গাইল জেলার সংসদ সদস্য হিসেবে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বক্তৃতা করেন। তিনি বলেন, ‘দেশের তরুণ প্রজন্মই আমাদের শক্তি, আমাদের স্বপ্ন। স্বপ্নিল দেশ গড়তে ওদের জেগে ওঠা খুবই জরুরি। সবরকম বিপদ আপদ, দৈন্য-দুর্দশাকে উপড়ে ফেলতে হবে। শ্রেষ্ঠত্বের আসনে নিজেদের উপস্থাপন করতে হবে। শক্ত হাতে গড়তে হবে তারুণ্যের পথ’। টাঙ্গাইল জেলা সংবাদিক ফোরামের সভাপতি মো: আশরাফ আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *