খালেদা জিয়ার জামিন হয়নি আপিল শুনানির জন্য গ্রহন
তৌফিক ইমাম,
লিগ্যাল ভয়েস : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। একই সঙ্গে এ মামলার নিম্ন আদালতের নথিও তলব করেছে আদালত। তবে খালেদার জিয়ার জামিন আবেদন নথিভুক্ত করে তাকে নিম্ন আদালতে দেয়া অর্থদণ্ড স্থগিত করেছে।
মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। আদালত বলেন, যেহেতু খালেদা জিয়ার বিরুদ্ধে আরো মামলা রয়েছে সেহেতু এ মামলায় জামিন দিলে তিনি এখনই মুক্তি পাচ্ছেন না। এ জন্য আপাতত তাকে জামিন দিচ্ছি না।
গত বছরের নভেম্বর মাসে জিয়া চ্যারিটেবল মামলায় খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেয় ঢাকার বিশেষ জজ আদালত-৫। এই সাজা বাতিল চেয়ে এ বছর হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া।