আগামীতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীরতর হবে : শাহরিয়ার আলম
সাইদুর রনি,
লিগ্যাল ভয়েস : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, ‘রেল ও সড়ক যোগাযোগ, বাণিজ্য, বিনিয়োগ ও যাতায়াত বৃদ্ধি পাওয়ায় ভারত-বাংলাদেশ সম্পর্ক গভীরতর হচ্ছে’।
মঙ্গলবার ভারতের নবনিযুক্ত হাইকমিশনার রিভা গাঙ্গুলী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ করতে আসলে তিনি বাংলাদেশে তাকে স্বাগত জানিয়ে এ কথা বলেন। এ সময় শাহরিয়ার আলম বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশনার আলোকে দুইদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্র ইতিবাচক বলে তিনি মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী রেল ও নৌপথে আরও যোগাযোগ বৃদ্ধির চলমান কার্যক্রমকে স্বাগত জানান। এছাড়া তারা দুইদেশের মধ্যে বিদ্যমান বিদ্যুৎ আমদানি-রপ্তানির বিষয়েও আলোচনা করেন। আগামীতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীরতর হবে বলে তারা আশা প্রকাশ করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারতীয় নতুন হাইকমিশনারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং বাংলাদেশে তার কার্যকালীন সময় সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।