বিশ্বকাপে আত্মবিশ্বাস নিয়ে খেলার পরামর্শ প্রধানমন্ত্রীর

 

স্টাফ রিপোর্টার,

লিগ্যাল ভয়েস : বিশ্বকাপে আত্মবিশ্বাস নিয়ে খেলার পরামর্শ প্রধানমন্ত্রীর বাংলাদেশের বিশ্বকাপ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি ও সাকিব গতকাল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানান : বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বকাপে আত্মবিশ্বাস নিয়ে খেলতে ক্রিকেটারদের প্রতি পরামর্শ দিয়ে বলেছেন, ‘সবসময় মনের মধ্যে আত্মবিশ্বাসটা রাখবে যে, আমরাই জিতবো। কোনো তাড়াহুড়োর দরকার নেই, শেষের দিকে ঘাবড়ে যেও না।’ গতকাল মঙ্গলবার ক্রিকেটাররা গণভবনে গেলে প্রধানমন্ত্রী এ পরামর্শ দেন।

বিশ্বকাপে অংশ নিতে আজ বুধবার ঢাকা ছেড়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তার আগে গতকাল দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাত্ করেন ক্রিকেটাররা। এ সময় বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ দিয়ে খেলতে মাশরাফি-সাকিবদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। অধৈর্য ও হতাশ না হয়ে শেষ পর্যন্ত লড়ে যাওয়ার কথাও বলেন তিনি।

বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা প্রধানমন্ত্রীর কথায় একমত প্রকাশ করেন। বাংলাদেশ একদিন বিশ্বকাপ জিতবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানের শুরুতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খেলা দেখতে লন্ডনে যাওয়ার অনুরোধ করলে প্রধানমন্ত্রী মৃদু হেসে তার যাওয়ার ইচ্ছা রয়েছে বলে জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘শেষের দিকে স্ট্যামিনাটা ঠিক রাখতে হবে। একবার ছয় মারলে মনে হতে পারে পরেরটাও ছয় মারতে পারবে। ওই সময় শান্ত থেকে সিদ্ধান্ত নিতে হবে।’ এ পর্যায়ে বিসিবি সভাপতি পাপন বলেন, মুশফিকুর রহিম বলেছে, এবার আমরা সবাইকে হারাতে যাচ্ছি। প্রধানমন্ত্রীকে পাশে পেলে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বেড়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় শেখ হাসিনা বলেন, ‘আমার ফোন নম্বর তো তোমাদের অনেকের কাছে আছে। তোমরা আমাকে মেসেজ পাঠিও। এরপর ফোনে কথা বলা যাবে।’ লন্ডনে বিশ্বকাপ হওয়ায় সেখানে বসবাসকারী অনেক বাঙালির সমর্থন পাওয়া যাবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। খেলার ফলাফল যাই হোক না কেন খেলোয়াড়সুলভ মনোভাব নিয়ে সেটা মেনে নেওয়ারও পরামর্শ দেন তিনি।

মতবিনিময় শেষে ক্রিকেটাররা মধ্যাহ্নভোজে অংশ নেন। বিসিবি পরিচালক ও সংসদ সদস্য এ এম নাইমুর রহমান দুর্জয়, আকরাম খান, বিশ্বকাপ দলের ম্যানেজার ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন, মিনহাজুল আবেদীন নান্নু এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ৩০ মে মাঠে গড়াচ্ছে বিশ্বকাপ ক্রিকেট। আসরে বাংলাদেশ প্রথম মাঠে নামবে ২ জুন। সে ম্যাচে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *