২লাখ ইয়াবা ফেলে মিয়ানমার পালিয়েছে পাচারকারীরা
কক্সবাজারের টেকনাফ উপজেলার ঝিমংখালী বর্ডার এলাকার নাফনদীর কিনারায় অভিযান চালিয়ে ২ লাখ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শুক্রবার ভোরে টেকনাফ-২ ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল ফয়সাল হাসান খানের নেতৃত্বে এ সব ইয়াবা জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন ব্যাটলিয়নের উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জমাদ্দার। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা নৌকায় এ সব ইয়াবা ফেলে মিয়ানমার পালিয়েছে বলে দাবি করেন।
মেজর শরীফুল ইসলাম জমাদ্দার জানান, হোয়াইক্যং ঝিমংখালী সীমান্ত দিয়ে ইয়াবার একটি চালান বাংলাদেশে ঢুকতে পারে এমন তথ্য পায় বিজিবি। ২-বিজিবি ব্যাটালিয়নের ইনচার্জ লে. কর্নেল ফয়সাল হাসান খানের নেতৃত্বে ঝিমংখালী বিওপির টহলদল ঝিমংখালী খাল এলাকায় অবস্থান নেয়। ভোরে একটি নৌকা খালে প্রবেশ করছে দেখে বিজিবি নৌকার আরোহীদের চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকার আরোহীরা নদীতে লাফ দিয়ে নদীর ওপার মিয়ানমারে চলে যায়। বিজিবি নৌকাটি তল্লাশি করে কয়েকটি পলি ব্যাগ থেকে ২ লাখ পিস ইয়াবা।
তিনি আরো জানান, উদ্ধার ইয়াবাগুলো সদর দপ্তরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে সংশ্লিষ্ট সবার উপস্থিতিতে এগুলো ধ্বংস করা হবে।