যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে আটককৃত শরণার্থী ১ লাখ ছাড়িয়েছে
আন্তর্জাতিক ডেস্ক,
ওয়াশিংটন, লিগ্যাল ভয়েস : মেক্সিকো থেকে বৈধ কাগজপত্র ছাড়া যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় আটককৃত শরণার্থীদের সংখ্যা আগের মাসের মতোই এপ্রিল মাসেও এক লাখ ছাড়িয়ে গেছে।
বুধবার সিনেটে সীমান্ত নিরাপত্তার ব্যাপারে ইউএস বর্ডার পেট্রোলের প্রধান কার্লা প্রোভোস্ট বলেন, ‘৩০ এপ্রিল পর্যন্ত দক্ষিণাঞ্চলীয় সীমান্তে আমরা ৪ লাখ ৬০ হাজার ২৯৪ জনকে আটক রেখেছি।’
তিনি আরো বলেন, ‘ ২০০৯ সাল থেকে পুরো বছরে যেই সংখ্যক লোক আটক থাকতো চলতি অর্থবছরের মাত্র সাত মাসেই আটকের সেই সংখ্যাকে ছাড়িয়ে গেছে।’
ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের পরিসংখ্যান অনুযায়ী, এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র- মেক্সিকো সীমান্তে ১ লাখ ৯ হাজার ১৪৪ জনকে আটক বা মেক্সিকোতে ফেরত পাঠানো হয়েছে। মার্চ মাসে এই সংখ্যা ছিল ১ লাক ৩ হাজার ৭১৯ ও ফেব্রুয়ারি মাসে ছিল ৭৬ হাজার ৫৩৪ জন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
প্রোভোস্ট বলেন, সীমান্ত কর্মকর্তারা একই পরিবারের সকল সদস্য ও অভিভাবকহীন বাচ্চাদের ব্যাপক হারে আটক করছেন। এরা মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছিল।
তিনি বলেন, ‘দক্ষিণ সীমান্তে যারা আটক রয়েছেন তাদের ৬৪ শতাংশ পরিবারের সদস্য ও অভিভাবকহীন বাচ্চা।’
মার্কিন সীমান্ত রক্ষা প্রধান আরো বলেন, ‘এই আটককৃতরা বর্তমানে আমাদের জন্য একটি বড় ধরনের চ্যালেঞ্জ।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে শরণার্থীদের অব্যাহত প্রবেশের ব্যাপারে বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
ট্রাম্প মেক্সিকো থেকে শরণার্থীর ঢল ঠেকাতে গত মাসে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে হাজার হাজার সৈন্য মোতায়েন করেছেন।