চীনা পণ্যের উপরে শুল্ক বৃদ্ধি করল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক,
লিগ্যাল ভয়েস : যুক্তরাষ্ট্র চীন থেকে আমদানিকৃত ২০ হাজার কোটি ডলারের পণ্যের উপরে ১০ থেকে ২৫ শতাংশ শুল্ক বৃদ্ধি করেছে। শুক্রবার শুল্ক বাড়ানর ফলে চীন গভীর ভাবে আক্ষেপ প্রকাশ করে বলে তারাও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অনুরূপ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। তবে চীন বিস্তারিত আর কিছু জানায়নি।
প্রেসিডেন্ট ট্রাম্প আজ বাণিজ্য চুক্তি সম্পর্কে বেশ কয়েকটি টুইট করেছেন। তিনি বলেছেন, “প্রতি বছর আমদের ৫০ হাজার কোটি ডলার ক্ষতি হচ্ছে এবং অনেক বছর ধরে আমাদের এই ক্ষতি হয়ে আসছে।”
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্য আলোচনা চলার সময়ই চীনের পণ্যের উপর শুল্ক আরোপ করা হল। দু’দিনের বাণিজ্য আলোচনায় চীনের ভাইস প্রেসিডেন্ট লীউ হে এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটথাইজার এবং বাণিজ্য মন্ত্রী স্টিভেন ম্যানিউচেন অংশ নেন।
যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে দু’দিন ব্যাপী বাণিজ্য আলোচনার প্রথম দিন বৃহস্পতিবার শেষ হয়ে আজ শেষ দিনের বৈঠক চলছে।